১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে ছাত্রদের মাঝে আল-কুরআন বিতরণপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।


চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা, পৌর ও শহর শাখা ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।