১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণজমায়েত ও আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির।
রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ গণজমায়েত ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল।


অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. নুরুল ইসলাম সাদ্দাম।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী জোনের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক নাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, রাজশাহী মহানগর জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু যার গিফারী, নায়েবে আমীর লতিফুর রহমান ও অধ্যাপক মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।