আজ ২৪’জানুয়ারি, জুমাবার, বিকেল ৩ টায় তালীমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। রাজধানীর কাঁটাবন মসজিদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। তা’লীমুল কুরআন এন্ড রিসার্চ সেন্টারের কোঅর্ডিনেটর মাওলানা মহিব্বুল হক ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও তা’লীমুল কুরআন বিভাগীয় সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন। শুরুতে অর্থসহ তিলাওয়াত করেন ক্বারি মাওলানা আব্দুল মজিদ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও উলামা বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ও ওয়ারী জোন পরিচালক জনাব কামরুল আহসান হাসান, তা’লীমুল কুরআনের প্যানেল উস্তাজ অধ্যাপক আব্দুল কাদির মিয়া।

প্রধান অতিথি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী কোর্স পরিচালনা করেন তা’লীমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় উস্তাজ মাওলানা বুরহান উদ্দিন। আরও উপস্হিত ছিলেন তালীমুল কুরআনের উস্তাজ মাওলানা মহিব্বুলাহ আনসারী, অফিস এক্সিকিউটিভ মাওলানা এসডি আব্দুল্লাহ শিবলী।


সম্মানিত সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন মহানগরীর তালীমুল কুরআন বিভাগের উদ্যোগে আগামী ৩১’জানুয়ারি জুম’আ বার বিকেল ৩টা থেকে একাধিক জোনের থানা সমূহের সমম্বয়ে ৪টি এলাকায় ৪টি গ্রুপে ৪টি মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স পরিচালনার ঘোষণা করেন।